Breaking News

কোনো নায়ক বাকি নেই কার সঙ্গে হয়নি : শবনম ফারিয়া

শবনম ফারিয়া একাধারে একজন বাংলাদেশী অ’ভিনেত্রী এবং মডেল। মূলত বাংলা নাট’কে অ’ভিনয় দিয়েই লাইম’লাইটে আসেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে শুরু হয় তার বড় পর্দার পথচলা। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অ’ভিনেত্রী বিভাগে বাচসা’স পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অ’ভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারও ঝুলিতে পুরেছেন। এদিকে অ’ভিনয় করেতে গিয়ে ফারিয়াকে বিভিন্ন চরিত্রে রূপায়ন করতে হয়েছে। বউ হয়ে বিয়ের পিঁড়িতেও বসতে হয়েছে অ’সংখ্যবার।

কিন্তু গত ২৯ অক্টোবর নাট’ক-সিনেমায় কাল্পনিক বিয়েতে ‘কবুল’ উচ্চারণ বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। জনস্বার্থেই নোটিশ পাঠান তিনি। এতে বলা হয়েছে- বাংলাদেশে বিভিন্ন সিনেমা, নাট’ক এবং ভিডিওর বিভিন্ন দৃশ্যে বিয়ের দৃশ্যায়নে মু’সলিম অ’ভিনেতা ও অ’ভিনেত্রীরা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণসহ ‘কবুল’ শব্দ উচ্চারণ করে থাকেন।

এর মাধ্যমে তারা মু’সলিম আইন (শরিয়ত) অনুযায়ী স্বামী-স্ত্রী’’ হিসেবে গণ্য হবেন। তাই মু’সলিম আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে সরাসরি মু’সলিম আইন (শরিয়ত) প্রয়োগ হবে। অ’ভিনয়ের যু’ক্তিতে এই বিয়েকে অ’স্বীকার করা যাব’ে না। অ’ভিনয়ের মধ্যে কেউ মি’ষ্টি খেলে সে যেমন মি’ষ্টির স্বাদ অনুভব করবে। অ’পরদিকে অ’ভিনয়ের মধ্যে কেউ বি’ষ খেলে সে বি’ষক্রিয়ায় আ’ক্রা’ন্ত হবে।

এমন যু’ক্তিও দেখানে হয় সেই লিগ্যাল নোটিশে। এমন লিগ্যাল নোটিশের খবরে বিস্মিত এই অ’ভিনেত্রী ফারিয়া ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, এখন আমি কি করবো? আমা’র যে শ খানেক বিয়ে অলরে’ডি হয়ে গেছে! আমা’র কি হবে? টেনশনে সারারাত ঘু’মাতে পারি নাই…। শবনম ফারিয়ার স্ট্যাটাসে মীর মোহাম্ম’দ রাকিব হাসান মন্তব্য করেন, সবচেয়ে বেশি’বার বিয়ে হলো কার সঙ্গে? উত্তরে ফারিয়া লিখেন, বাংলাদেশে কোনো নায়ক বাকি নেই,

কার সঙ্গে হয়নি! এদিকে নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে সিনেমা, নাট’কের বিয়ের দৃশ্যায়নে ‘কবুল’ শব্দ উচ্চারণে নিষে’ধাজ্ঞা জারি করতে প্রয়োজনীয় পদ’ক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাই’কোর্টে রিট দায়ের করা হবে বলে আইনজীবী জানান।

About nayabarta.net

Check Also

না খে’য়ে থাকতে পা’রি, কিন্তু স’হ’বা’স ছাড়া থাকতে পা’রি না : সামান্থা

না খেয়ে থাকতে পারলেও শা’রীরিক সম্প’র্ক ছাড়া থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন তামিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *