Breaking News

একটানা ১৬ বছর গর্ভবতী, এবার থামতে চান ১২ সন্তানের মা

১২ সন্তানের মা আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল একটানা ১৬ বছর কোনও না কোনও সময় অন্তঃসত্ত্বা হয়েছেন।

একটানা ১৬ বছর কোনও না কোনও সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আইরিশ পারনেল, মা হয়েছেন ১১ বার। কিন্তু এ বার সত্যিই থামতে চান তিনি।

পেশায় নৃত্যপ্রশিক্ষক আইরিশের সঙ্গে ২০০৫ সালে আলাপ হয় আন্তর্জাতিক নৃত্যশিল্পী করডেলের সঙ্গে। প্রণয় বিবাহের দিকে গড়াতে সময় নেয়নি। বিবাহের কিছু দিন পরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

করডেলের আগে থেকেই এক পুত্রসন্তান ছিল।

তার পর একে একে ১১ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমকে আইরিশ জানিয়েছেন, তিনি করডেলের সন্তান গর্ভে ধারণ করতে ‘ভালবাসেন’।

সন্তানধারণ করা তাঁকে আধ্যাত্মিক উত্তরণের সুখ দেয় বলেও দাবি করেছেন আইরিশ।

About nayabarta.net

Check Also

ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না!

ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না! দশ মাস ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *