Breaking News

২ লাখ টাকায় মিলবে টাটার ই-বাইক, মাইলেজ জানলে অবাক হবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের টাটা শিল্পগোষ্ঠীর সহায়তায় টর্ক মোটরস ইলেকট্রিক বাইক আনল। এই বাইকে মিলবে দুর্দান্ত মাইলেজ। সম্প্রতি বাজারে এসেছে ক্রাটস আর আরবান মডেল। দারুণ গতি এবং ফিচার্স রয়েছে এই বাইকে। বাইকটির দাম ১ লাখ ৬৭ হাজার রুপি (বাংলাদেশী ২ লাখ ১৩ হাজার টাকা)।

২লাখ টাকায় মিলবে টাটার ই-বাইক, মাইলেজ জানলে অবাক হবেন

টর্ক মোটরস কোম্পানিতে ২০১৯ সালে বিনিয়োগ করেন রতন টাটা।

শহরের মধ্যে নিয়মিত যাতায়াত করার জন্য এই বাইকটা হতে পারে আদর্শ। এমনটাই দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান।

টর্ক ক্রাটস আর আরবান মডেল রেড, ওসিয়ান ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙ পাওয়া যাবে। এতে থাকছে ৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সর্বোচ্চ ১২ হর্সপাওয়ার এবং ৩৮ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এই বাইক। সিঙ্গেল চার্জে এতে ১০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায় বলে দাবি কোম্পানির।

সিটি মোডে বাইকের সর্বোচ্চ গতি ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ক্রেতাদের জন্য অতিরিক্ত ফিচার্সের একটি ভেরিয়েন্ট অফার রেখেছে টর্ক মোটরস। যার জন্য খরচ করতে হবে আরও ২০ হাজার রুপি। এই ভেরিয়েন্টে পাবেন একাধিক রাইডিং মোড ইকো, সিটি ও স্পোর্টস, রিভার্স মোড, ফাস্ট চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, অ্যান্টি থেফট সিস্টেম, লাইভ ট্র্যাকিং, ওটিএ আপডেট, চার্জিং পয়েন্ট লোকেশন ইত্যাদি।

কোম্পানি জানিয়েছে, এই ফিচার্সগুলি যদি কেউ জীবনভর ব্যবহার করতে চান তাহলে বাইক কেনার ৬ মাসের মধ্যে এই প্যাক নিতে হবে।

নতুন বাইক প্রসঙ্গে কোম্পানির সিইও জানিয়েছেন, এই বাইক ও তাতে উপস্থিত স্মার্ট ফিচার্স নিত্য যাত্রীদের দৈনিক চাহিদা পূরণ করতে সক্ষম। পাশাপাশি কেউ যদি সুবিধা বাড়াতে চান তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই সুযোগও বেছে নিতে পারবেন।

About nayabarta.net

Check Also

ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না!

ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু বিরাট ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না! দশ মাস ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *