Breaking News

পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন দামে স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল হয়েছে। এর আগে টানা ৫ কার্যদিবসে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে। এতে গত ৫ মাসের মধ্যে স্বর্ণের দর সর্বনিম্ন স্তরে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাক এবং ভারতীয় ব্যবসাভিত্তিক শীর্ষস্থানীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সোনার দাম

এতে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অয়োমিংয়ের জ্যাকসন হলে বৈঠকে বসছেন বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সেখানে সুদের হার বাড়ানো বা কমানো নিয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। সেই সঙ্গে অর্থনীতি সম্পর্কে তথ্যও দেবেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের হর্তাকর্তারা। এর আগে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন মার্কেট চাপে পড়েছে।

এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম অপরিবর্তিত আছে। প্রতি আউন্সের দর ১৮৮৮ ডলার ২৬ সেন্টে স্থির হয়েছে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯১৭ ডলার ৭০ সেন্টে। এর আগে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটে। প্রতি আউন্সের মূল্য দাঁড়ায় ১৮৮৩ ডলার ৭০ সেন্টে। গত মধ্য মার্চের পর যা সবচেয়ে কম।

এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি মন্থর রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ডলারের মূল্যমান বেড়েছে। তাতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীদের কাছে মূল্যবান ধাতুটি আকর্ষণ হারিয়েছে। এছাড়া ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী বৃহৎ অর্থনীতি চীনের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। স্বর্ণের দাম নিম্নগামী হওয়ার যা অন্যতম কারণ।

About nayabarta.net

Check Also

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা যদি থাকে পুরনো ১ টাকার কয়েন!

এখ,নকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে স,কলেরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *