Breaking News

৫৫ কোটিরও বেশি দেনায় বাংলো বিক্রির নোটিশ পেলেন সানি

বিলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। যে মুহূর্তে ভারতের বক্সঅফিসে রেকর্ডের পর রেকর্ড করে চলেছে তার সিনেমা ‘গদর টু’। ঠিক সেই মুহূর্তে বাংলো বিক্রির নোটিশ পেলেন এই অভিনেতা। জানা গেছে, ৫৫ কোটি রুপিরও বেশি দেনায় পড়েছেন সানি। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

ভারতের ব্যাংক অব বারোদা থেকে এই নোটিশ পাঠানো হয়েছে তাকে। যদিও নোটিশে নাম আছে সানির বাবা প্রবীণ তারকা অভিনেতা ধর্মেন্দ্ররও। ভারতীয় গণমাধ্যম বলছে, এই দেনার বিপরীতে মর্টগেজ হিসেবে অভিনেতার জুহুর বাংলো রয়েছে। বাংলোটির নাম সানি ভিলা। আর গ্যারান্টার হিসেবে ধর্মেন্দ্রর নাম।

সানি দেওলের নেওয়া ঋণের টাকা আদায় করার জন্যই বাংলো বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। সেজন্যই নোটিশ পাঠানো হয়েছে। একটি নোটিশের ছবি প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে জুহুর প্রোপার্টি ৯ সেপ্টেম্বর নিলামে তোলা হবে। এই প্রসঙ্গে সানি দেওল কিংবা ধর্মেন্দ্র এখনও কোনো মন্তব্য করেননি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস

About nayabarta.net

Check Also

না খে’য়ে থাকতে পা’রি, কিন্তু স’হ’বা’স ছাড়া থাকতে পা’রি না : সামান্থা

না খেয়ে থাকতে পারলেও শা’রীরিক সম্প’র্ক ছাড়া থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন তামিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *