নওগাঁর পোরশায় পৃথক পৃথক স্থানে বর্জপাতে সায়েম উদ্দিন (৪০) এবং নুর মোহাম্মদ (৫৫) নামে ২জন নিহত এবং জাহানারা বেগম (৫০) নামে ১ জন আহত হয়েছে।
নিহত সায়েম উপজেলার ইসলামপুর গ্রামের নুহ মিস্তির ছেলে এবং নুর মোহাম্মদ রঘুনাথপুর গ্রামের আরসাদ আলীর ছেলে। এছাড়া আহত জাহানারা বেগম বাঙ্গাল পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
শুক্রবার (১৩ মে) সকাল ১০ টার দিকে তাদের নিজ নিজ এলাকায় মাঠে ধান কাটার কাজ করা অবস্থায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ নিহত সায়েম এবং নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। আহত জাহানারা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।